শুভাশিস মুখোপাধ্যায় এর কলমে-
আজীবন থিয়েটার করে যেতে চাই। মানুষ ক্রমশ বিচ্ছিন্নতা রোগে আক্রান্ত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীবনযাত্রায় অভ্যস্থ হচ্ছি প্রতিদিন। ‘আমি’র অহং দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবী জুড়ে— ক্ষমতার দাপটে কাঁপছে মাটি, বাতাসে আজও বারুদের গন্ধ।
আগুনের তাপ যত বেশি অনুভূত হচ্ছে, ততই আমরা পরস্পরের থেকে পাকা দেওয়ালের ব্যবধান তৈরী করতে চাইছি। আগুন তোমাকে গ্রাস করুক, আমি নিজেকে রক্ষা করার জন্য আরও বেশি সংকুচিত হব।, বিচ্ছিন্ন হব, চারপাশে এই ভাবনার চাপ এখন প্রবল থেকে প্রবলতর।
এইরকম একটা দমবন্ধ অবস্থায় থিয়েটার আমাদের কাছে টাট্কা বাতাসের মত, বেঁচে থাকার রসদ, কারণ এখানে আমি একা নই, আমরা একসঙ্গে বহুজন একই লক্ষ্যে পথ চলি। তাই রবীন্দ্রনাথের প্রার্থনার সঙ্গে গলা মিলিয়র আমাদেরও একান্ত প্রার্থনা— সত্যবানীকে কাঁধে ঝুলিয়ে জয়ঢাক করে তাকে যেন বাজিয়ে না বেড়াই, বাইরের লোককে চমক লাগাবার জন্য যেন তাকে অলঙ্কারমাত্র না করি, যেন নিজেরই একান্ত আন্তরিক প্রয়োজনের জন্যেই তার সন্ধান ও সাধনা করতে পারি।
লোকের চোখ ভোলাবার মোহে যদি মিথ্যার সঙ্গে সন্ধি করতে হয়, তাহলে একরাত্রের মধ্যে যত বৃদ্ধিই হোক, তিন রাত্রের মধ্যে সে ‘সমূলেন বিনশ্যতি’। কবির সঙ্গে এই অমোঘ বাক্যগুলি বিশ্বাস করি— এই বিশ্বাসেই আগামী দিনে চলার স্বপ্ন দেখি।
Discover More